আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:- জামালপুরে জেলা সংস্কৃতি সম্মেলনে কবি-শিল্পী, সুরকার, নাট্যকার ও চলচ্চিত্রকারকে সম্মাননা দিয়েছে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম। শনিবার ৭ জানুয়ারি ২০২৩ বিকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে সাংস্কৃতিক ফোরামের ৩০ বছর পূর্তি উপলক্ষে এ সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কবি মাহবুব বারী, কবি আলী জহির, এ. এম. কলেজের সাবেক অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফরুকী, সুরকার শামসুল হুদা, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শিল্পী শহীদ কবীর পলাশ ও চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিককে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সাবেক সিনিয়র সচিব ও সিইও ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ও উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের জামালপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সিরাজুল ইসলাম ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সদস্য (বাণিজ্যনীতি) শাহ্ মো. আবু রায়হান আল বেরুনী, অতিরিক্ত জেলা প্রশাসক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান প্রমুখ। সম্মেলনে ৫টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। সাহিত্যে হাসান হাফিজুর রহমান সম্মাননা, সংগীতে ওস্তাদ ফজলুল হক ও নজরুল ইসলাম বাবু সম্মাননা, নাটকে এম এস হুদা সম্মাননা এবং শিক্ষায় ব্রহ্মপুত্র সম্মাননা দেয় সাংস্কৃতিক ফোরামটি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com