রবিবার, ১১ মে ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় সোমবার ২৯শে মে জামালপুর শহরের ডাকপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৫ টি পরিবহণকে মোট এগার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহণের গায়ে স্টিকার লাগানো হয় ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জামালপুর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা গণমাধ্যমকে জানান শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।