আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় গাছ থেকে মাথায় কাঁঠাল পড়ে সুন্দরি বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৩০ জুন ২০২১ বুধবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে সুজন মিয়া গণমাধ্যমকে বলেন, বুধবার দুপুরে তাদের প্রতিবেশী আলহাজ্ব মিয়ার (অপ্রাপ্ত বয়স্ক) কিশোর ছেলে নাঈমকে গাছ থেকে কাঁঠাল পেরে দিতে বলেন তার মা । তার মায়ের কথায় গাছে উঠে কাঁঠাল পারার সময় একটি মাঝারি সাইজের কাঁচা কাঁঠাল নাঈমের হাত থেকে ফসকে গাছের নিচে দাঁড়িয়ে থাকা সুন্দরি বেওয়ার মাথার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই সুন্দরী বেওয়ার মৃত্যু হয়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com