ফুয়াদ খন্দকার,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুলাই) সন্ধায় শহরের হাটচন্দ্রা এলাকায় জেলা সদস্য সচিব মাহবুবুর রহমান জিলানীর বাড়িতে ও মিয়াবাড়ী বাজারে পৃথক দুটি মহিলা ও পুরুষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে জেলা সদস্য সচিব মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম খান দিপু, শহর কমিটির সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ স্থানীয় নেত্রীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বাবলু বলেন আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি। সরকার জনগণের অধিকার হরণ করেছে।
গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। উন্নয়নের নামে নিজেদের পকেট ভরছে। তাইতো সরকার যখন ইচ্ছা টাকা বানাচ্ছে, টাকার মান কমে গিয়ে একশ টাকার জিনিস পাঁচশ টাকায় কিনতে হচ্ছে এবং মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। সরকারের লোকজন সিন্ডিকেট করে দ্রব্যমুল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচের দাম বারশ টাকা আদা পাঁচশ টাকা এসবই সরকারের কারসাজি। মাওলানা ভাসানী মেহনতী মানুষের অধিকার নিয়ে কথা বলতেন। আমরা তাঁর আদর্শ নিয়ে রাজনীতি করি। প্রয়োজনে আমার শরীরের রক্তবিন্দু দিয়ে হলেও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com