খন্দকার রাজু আহমেদ ফুয়াদ
জামালপুর ।
ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন,
এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরে ১৯মে থেকে ২৩মে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে ।
রবিবার (২২মে) বিকালে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পৌর ভূমি অফিসের সামনের মাঠে, সেবাঙ্গন উদ্বোধন ও এল এ চেক বিতরণ করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কালেক্টর মুর্শেদা জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান,
আতিকুর রহমান ছানা সিনিয়র সহ সভাপতি জেলা আওয়ামী লীগ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম । অনুষ্ঠানে বক্তারা বলেন ভূমি সেবা সপ্তাহ পালনের মাধ্যমে ভূমির সবরকম কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে । মানুষ কে আরও সচেতন হবে । সাধারণ মানুষ এখন থেকে ঘরে বসে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে । ভূমি সেবা মোবাইলের মাধ্যমে জানতে ১৬১২২ নাম্বারে ফোন করে জানতে পারবে। আগামী দিনে এই সমস্ত ভূমি সেবা সারা দেশে চালু থাকবে বলে জানান বক্তারা ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com