ফুয়াদ খন্দকার,জামালপুর প্রতিনিধি:
জামালপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয়, হ্যাঁ!" আমরা যক্ষা নির্মূল করতে পারি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত ও ডেমিয়েন ফাউন্ডেশন এবং নাটাবের সহযোগিতায় এক সচেতনতামূলক শোভাযাত্রা প্রধান সড়ক পদক্ষিন করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৩মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার নজরুল ইসলাম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আবু আহমেদ শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্ষ ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা, স্বাগত সাহা, উপজেলা মেডিকেল অফিসার ডা, সানজিদা হোসেন প্রাপ্তি, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল রানী রহমান, ডেমিয়েন ফাউন্ডেশনের আনিসুর রহমান, জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ, সামাজিক সংগঠন এসপিকে এর মোহাম্মদ এনামুল হক প্রমুখ। এ সময় বক্তারা যক্ষা নির্মূলে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে এবং দুই সপ্তাহের বেশি কাশি হলেই হাসপাতালে গিয়ে কফ পরীক্ষা করতে হবে। যক্ষা হলে ভয়ের কিছু নেই চিকিৎসায় যক্ষা ভালো হয়। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা আক্রান্ত শূন্যের কোঠায় নামিয়া আনার কথা বলেন ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com