সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
(ফুয়াদ খন্দকার জামালপুর ):-অসমতা দুর করি, এইডস মুক্ত বিশ্বগড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) সকালে জামালপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুর সদর হাসপাতাল চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভা কক্ষে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: সৈয়দ আবু আহম্মেদ শাফির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার, ডাঃ স্বাগত সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। এসময় বক্তারা এইডস দুরীকরনে ধর্মীয় অনুশাসন মানার পাশাপাশি সবার মাঝে গণসচেতনা বৃদ্ধি এবং বৈষম্য দুরীকরন, বেশি বেশি স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে মরণ ঘাতি এইডস দুর করার বিষয়ে আলোচনা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।