ফুয়াদ,খন্দকার,জামালপুর,প্রতিনিধি:
জামালপুরে পৌরসভার আয়োজনে ১৯ দিনব্যাপী পৌর বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর জিলা স্কুল সংলগ্ন মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।
জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের
সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন এমপি। তিনি বলেন বৈশাখী মেলা বাঙালি জাতির একটি ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এই বৈশাখী মেলার আয়োজন। এ সময় তিনি ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজনের জন্য পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ ।
মেলায় বিভিন্ন পোশাক, প্রশাধনী, খেলনা, খাবারের স্টল ছাড়াও শিশুদের জন্য নাগরদোলা, ট্রয়, ট্রেনসহ বিভিন্ন রাইড রয়েছে। প্রতিদিন সন্ধায় বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com