ফুয়াদ খন্দকার,জামালপুর,প্রতিনিধি:-
জামালপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের আতিয়া ও শুকরিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুজনে সম্পর্কে চাচাতো বোন।
সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর পাড়া ভেলা পিংগলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু আতিয়া ঐ এলাকার এরশাদ হোসেনের মেয়ে ও শুকরিয়া একই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, একই বয়সি শুকরিয়া ও আতিয়া বাড়ির কাছে পুকুরের পাশে খেলছিল। খেলার এক ফাঁকে তারা পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌমিত্র কুমার বণিক জানান, দুপুর দেড়টার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়। তারা দুজনই মৃত ছিল।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com