ফুয়াদ খন্দকার,জামালপুর,প্রতিনিধি:
রুখবো দুর্নীতি, গড়বো দেশ
হবে সোনার বাংলাদেশ।
এই শ্লোগানে জামালপুরে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে গনশুনানী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায় অনুষ্ঠানের মডারেটর ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক। আরো উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মোঃ আক্তার হোসেন, বিভাগীয় পরিচালক ঋত্বিক সাহা, জেলার উপ-পরিচালক মোঃ তালেবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সেলিম প্রমুখ। গনশুনানি অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের মোট ১৬০টি অভিযোগ শুনানী করা হয় এবং তাৎক্ষণিক কিছু অভিযোগের নিষ্পত্তি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য জেলা সেটেলমেন্ট অফিস, ভূমি, সাব রেজিস্টার, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও জনপদ, বিদ্যুৎ, রেলওয়ে, বি আর টি এ, পুলিশ, জেলা প্রশাসক কার্যালয় সহ জেলার সরকারি সব দপ্তরের প্রধান গন বিভিন্ন অভিযোগের জবাব দেন। এ সময় দুদক কমিশনার জহুরুল হক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সুনির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে আরো সতর্কতার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com