মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি:
জামালপুরে পৌরসভার বগাবাইদ বোর্ডঘর এলাকার ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী আরজু আহমেদ কে ডিস ও ইন্টারনেট ব্যবসা বন্ধ করতে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জিহাদ খান নামের অপর ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) শহরের বগাবাইদ বোর্ড ঘর এলাকায় আরজু আহমেদের বানিজ্যিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে আরজু আহমেদ বলেন, গত ত্রিশ বছর যাবৎ বগাবাইদ বোর্ডঘর এলাকায় তিনি ডিস ব্যবসা করে আসছেন। ৪ আগষ্ট সকালে তার ছেলে ও কর্মচারী পার্শ্ববর্তী দেউরপাড় এলাকায় ইন্টারনেটের কাজ করতে গেলে অপর ব্যবসায়ী জিহাদ ও তার লোকজন তাদের বাঁধা দেয় এবং ডিস ও ইন্টারনেটের তার কেটে দিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। একই দিন দুপুরে অভিযুক্ত জিহাদ তার দলবল নিয়ে আরজু’ র বাড়িতে গিয়ে হামলা করতে গেলে স্থানীয় লোকজন তাদেরকে নিবৃত করে। এ সময় আরজুকে অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। আবার রাতে আরজুর কর্মচারীর বাড়িতে গিয়ে হামলা করে। এ ঘটনায় আরজু আহমেদ অভিযুক্ত জিহাদ খান গং এর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আরজু তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত জিহাদ খান এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রাজু আহমেদ ফুয়াদ
জামালপুর
০৭,০৮,২৫
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।