আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর-নান্দিনা-মুক্তাগাছা ময়মনসিংহ সড়কের ছোট জয়রামপুরে এলাকায় ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় আলহাজ্ব হাফিজুর রহমান (৫০) নামে এক টিন ব্যবসায়ী নিহত হয়েছেন সেই সাথে সিএনজির ৪জন যাত্রাী গুরুত্বর আহত হন।
জানা যায় সকালে যাত্রীবাহী সিএনজি নান্দিনা বাজার থেকে জামালপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি ছোট জয়রামপুর এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী হাফিজুর রহমান নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত হাফিজুরের বাড়ি জামালপুর সদর উপজেলার লক্ষীরচর গ্রামে। সে ওই গ্রামের মৃত তায়েব আলীর ছেলে। নিহত হাফিজুর নান্দিনা বাজারে টিনের ব্যবসায়ী ছিলেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com