ফুয়াদ খন্দকার, জামালপুর ।
জামালপুরে প্রথম বিভাগ কাবাডি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮অক্টোবর) বিকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্ট মোট ১২টি দল অংশ গ্রহন করে। জামালপুর রিক্রিয়েশন ক্লাব ও রেনেসাঁস ক্রীড়া চক্র ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে । এ খেলায় জামালপুর রিক্রিয়েশন ক্লাব ৪০পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । উক্ত খেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা আলহাজ্ব মির্জা আজম এমপি। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনের সঞ্চলনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীগীগের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।
মির্জা আজম বলেন, এই স্টেডিয়ামে নিয়মিত খেলাধূলা অব্যহত থাকবে। নিয়মিত খেলা ও প্রশিক্ষনের আয়োজনের মধ্য দিয়ে স্টেডিয়াম মুখরতি থাকবে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com