সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
ফুয়াদ খন্দকার, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে এআর মালিক সিডস এর দিনব্যাপী মাঠ দিবস পালিত হয়েছে।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর শুভকুড়া গ্রামের ফসলের ক্ষেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১২ডিসেম্বর) দিনব্যাপী M4C জামালপুর ও এনজিও সংস্থা এনডিপি এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেড । উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী, এ আর সিডসের এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফা, এনজিও সংস্থা এনডিপির ফিল্ড অফিসার উত্তম কুমার পাল সহ স্থানীয় কৃষকরা। এ সময় বক্তারা মাঠ দিবসে এ আর মালিক সিডস এর উচ্চ ফলনশীল শীলা জাতের বেগুন, বাহুবলি জাতের টমেটো, মরিচ, করল্লা, আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন। এই জাতের ফসল উৎপাদনে কৃষকদের উৎপাদন খরচ কম ও কীটনাশক কম ব্যবহার করতে হয় বলে মনে করছেন । স্থানীয় কৃষক রাজু আহমেদ তার চাষকৃত টমেটো, মরিচ, বেগুন ক্ষেত কৃষকদের ঘুরে ঘুরে দেখান এবং তিনি এ আর মালিক সিডসের ফসল উৎপাদন করে ব্যাপক লাভবান হয়েছেন বলে জানান। এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফা বলেন এগুলো উচ্চ ফলনশীল ও আগাম জাতের ফসল। এই ফসল উৎপাদন করলে কৃষকের খরচ কম হবে। তুলনামূলক কীটনাশক কম ব্যবহার করতে হয় বলে কৃষক লাভবান হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব আলী বলেন, প্রতিটি খেত আমি ঘুরে ঘুরে দেখেছি আমার কাছে মনে হয়েছে এই জাতগুলো উচ্চ ফলনশীল এবং কম সময়ে ফসল উৎপাদনে সক্ষম। তাই এই জাতের ফসল কৃষক উৎপাদন করলে নিঃসন্দেহে কৃষক লাভবান হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।