রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
খন্দকার রাজু আহমেদ ফুয়াদ
জামালপুর ।
জামালপুরে প্রতিদিন বেড়েই চলছে করোনা সংক্রমণ শনাক্তের হার ।গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে ২২.২৩শতাংশ থেকে কমে ২১.৮২ হয়। যা গতকালের তুলনায় মাত্র ০.৪১শতাংশ কমেছে। নতুন করে একদিনে ৫৫জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ও রেপিড এন্টিজেনে ২৪৭টি নমুনা পরীক্ষায় ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা,মো,মাহফুজুর রহমান সোহান ও শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা, জেসমিন জাহান সহ ৫৫জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়। এছাড়াও সরিষাবাড়ি উপজেলার বানেছা বেগম নামের (৬৫)বছর বয়সী এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।
জেলায় জ্বর সর্দি,কাশি, শরীর ও পেটে ব্যথাসহ করোনার মত উপসর্গ বেড়ে গেছে। অনেকেই হাসপাতালে ভর্তি ও বাসায় চিকিৎসা নিচ্ছে।
জেলার করোনা উপসর্গের অধিকাংশ মানুষ নমুনা পরীক্ষায় অনিহা রয়েছে।
নতুন শনাক্ত হয়েছে, সদরে২৫,সরিষাবাড়ি১২,বকশিগঞ্জে৮,
মেলান্দহে২,দেওয়ানগঞ্জে৪ ,মাদারগঞ্জে১, ইসলামপুরে ৩জন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮৮৮জন, মোট সুস্থ ২৪১৩জন, মোট মৃত্যু ৪৯জন। রেফার্ড ৪১জন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।