আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
২১ আগস্ট ২০২০ জামালপুরের আরও মোট ১৬ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদরে- ৮ জন, মাদারগঞ্জ- ৩ জন, ইসলামপুর- ১ জন, বকশীগঞ্জ- ৪ জন। এনিয়ে জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ১২২৬ জন।এর মধ্যে সদরে ৫৭৮জন, মেলান্দহ ১০৫, মাদারগঞ্জ ৭২, ইসলামপুর ১৭২, সরিষাবাড়ী ১৩৬, দেওয়ানগঞ্জ ৪৯, বকশীগঞ্জ ১১৪জন।
সর্বমোট সুস্থ ৯০৪ জন।এর মধ্যে সদরে ৩৮৬, মেলান্দহ ৯২, মাদারগঞ্জ ৫৫, ইসলামপুর ১৪৫, সরিষাবাড়ী ১০৮, দেওয়ানগঞ্জ ৪১, বকশীগঞ্জ ৭৭জন।
সর্বমোট মৃত্যু ২০ জন ।
চিকিৎসাধীন ১৪ জন -এর মধ্যে সদরে ৪, দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৫ ও মাদারগঞ্জ ২জন।
মৃতের নমুনায় ৬ জন -এর মধ্যে ইসলামপুর ৩, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১, সরিষাবাড়ী ১জন।
মোট রেফার্ড ২৪ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৮৪ টি।
মোট নমুনা সংগ্রহ ১০৬৬৬ টি।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৬ টি।
বর্তমানে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৯ জন এবং ছাড়পত্র পেয়েছে ২২৬ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৭৯ জন এবং ছাড়পত পেয়েছে ৬৭২ জন।
মোট হোম কোয়ারান্টাইনে ছিল ১৭৫৬ জন, মোট ছাড়পত্র পেয়েছে ১৭৫৬ জন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com