(ফুয়াদ খন্দকার জামালপুর ):-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরে প্রতি বছরের ন্যায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, দুদক সমন্বিত জেলা কার্যালয়, সচেতন নাগরিক কমিটি-সনাক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক। শহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ পরিচালক মলয় কুমার সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মাসুম আলম খান, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি শামীমা খান, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। শৈশব থেকেই দুর্নীতি বিরোধী চেতনা তৈরিতে পরিবারকে ভূমিকা রাখতে হবে। সরকারি-বেসরকারি সেবা পেতে কোন ঘুষ না দিয়ে প্রতিবাদ করতে হবে। জনগণ যদি সঠিক প্রক্রিয়ায় সেবা পাওয়ার জন্য সচেতন থাকে তাহলে কেউ দুর্নীতি করার সুযোগ পাবে না।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com