ফুয়াদ খন্দকার জামালপুর । জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কামালপুর স্থল বন্দরসহ জেলার ভারতীয় সীমান্তে রেড এলার্ট জারী করা হয়েছে। গতকাল ঢাকার সিএমএম আদালত চত্বর থেকে মৃত্যদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিজিবি এই রেড এলার্ট জারী করে। সোমবার জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক জানান, সারাদেশের সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে । সেই সাথে জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তে রেড এলার্ট জারী রয়েছে। বকশীগঞ্জ উপজেলার কামালপুর স্থল বন্দর দিয়ে শুধু পণ্য পরিবহন করা হয়, কোন মানুষ পারাপার হয় না, তবুও সেখানে বাড়তি নজরদারি ও সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি সদস্যরা। এছাড়া পুরো সীমান্ত এলাকাজুড়ে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে কেউ ভারতে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কে মৌখিক ভাবে জানানো হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ও স্থল বন্দর থাকায় আমরা সব সময় সতর্ক অবস্থায় আছি।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com