মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
রফিকুল ইসলাম খান
হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,জামায়াত ক্ষমতায় গেলে রাজা নয় জনগনের সেবক হবে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রোববার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে নওগাঁ ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াত-শিবিরকে আবারো ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই, বরং সু-সম্পর্ক রয়েছে। আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল রাজনৈতিক দলেই ইতিবাচক মনোভাব থাকবে, এটাই আমরা আশা করি।’
নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মো: শাহিনুর আলম, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অন্যতম নেতা ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার,রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর গোলাম মুর্তজা,তাড়াশ উপজেলা জামায়াতে আমীর খ.ম সাকলাইন,সেক্রেটারি শাহজাহান আলী প্রমুখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।