নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। নয় বছর পর রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতে নতুন একটি লোগো প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত ওই বৈঠকে আমিরের পেছনে দলীয় পতাকা ও দেয়ালে লাগানো নতুন লোগো দেখা যায়, যা সঙ্গে সঙ্গে আলোচনার জন্ম দিয়েছে।
নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্যচিত্র রয়েছে। সূর্যের ওপরে একটি কলম বসানো হয়েছে, যা দাঁড়িপাল্লার দণ্ডকে প্রতীকায়িত করছে। কিতাবের দুই প্রান্ত থেকে অর্ধবৃত্তাকার নকশা দেওয়া হয়েছে, যা ‘প্রবেশদ্বার’ অর্থে ব্যবহার করা হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, “আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় একাধিক নকশা করা হয়েছে, তবে কোনটি অফিসিয়ালি গ্রহণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা চলছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
জানা যায়, সর্বশেষ ২০১৬ সালে জামায়াত লোগো পরিবর্তন করে। ওই সময় বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজ নকশায় লোগো আনা হলেও সেটি আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়নি। এর আগে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাকে গম্বুজ ও ‘আকিমুদ দ্বীন’ লেখার সঙ্গে যুক্ত করে একটি লোগো ব্যবহার করা হয়। তবে বিভিন্ন সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন লোগো প্রচলিত ছিল।
দলীয় সূত্রে জানা গেছে, এবারও লোগো পরিবর্তনের বিষয়টি আগে থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরিকল্পনা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন লোগো প্রকাশের সম্ভাবনা রয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com