কংগ্রেস নিউজ ঃ
শুধু একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একদিনের জন্য সাজানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারকে। আর সারা বছর থাকে অরক্ষিত। এখানে বছর জুড়ে চলে অশ্লীল ও অসামাজিক কর্মকান্ড এবং মাদকাসক্তদের আড্ডা যা ভাষা শহীদ ও আমাদের জাতীয় চেতনার প্রতি অবমাননা।
শুধু একদিনের জন্য নয়, কেন্দ্রীয় শহীদ মিনারকে স্থায়ীভাবে সংরক্ষণের আহবান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, জাতীয় স্মৃতিসৌধের আদলে নান্দনিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারকে সংরক্ষণ করতে হবে।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, শহীদ মিনারকে চারিদিকে নান্দনিক প্রাচীর নির্মাণ করে ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত ছবি দিয়ে দৃষ্টি নন্দন করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ঢাকার সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের ব্যবস্থাপনার আদলে এটি পরিচালনার আহবান জানান। শুধুমাত্র বিভিন্ন উপলক্ষে এটি খোলা হতে পারে।
বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে একটি দৃষ্টিনন্দন পাঠাগার ও সংগ্রহশালা নির্মাণ করা যায়। প্রয়োজনে এর পাশে বহুতল ভবন নির্মাণ করে সেমিনার রুমসহ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রও করা যেতে পারে।
যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আজ সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয় তার সূতিকাগার বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার। সেজন্য এটিকে সারাবিশ্বের মানুষের কাছে একটি দর্শনীয় স্থান হিসেবে রূপদান করা প্রয়োজন বলে মনে করেন এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। তিনি অবিলম্বে একটি মেগা প্রকল্প গ্রহণের মাধ্যমে শহীদ মিনারকে আন্তর্জাতিক রূপদান ও সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com