মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থা প্রাঙ্গনে প্রায় অর্ধশত ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করেছে মহিলা আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সদস্যবৃন্দ।
মঙ্গলবার ২৮ জুলাই বেলা ৩টায় উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
এসময় সংসদ সদস্য বলেন যে, “মুজিব বর্ষে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযান একটি অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ।”
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজিয়া রহমান, যুগ্ন সাধারন সম্পাদক রাহিলা আহমদ, অ্যাডভোকেড ফারহানা চৌধুরী, রুবিনা আহমেদ, মাননীয় সাংসদের ব্যাক্তিগত সহকারী মকবুল হোসেন চৌধুরী প্রমুখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।