মোঃ ইউসুফ খাঁন নীলফামারী জেলা প্রতিনিধি (ইয়াস)
নীলফামারীর জলঢাকা উপজেলায় মডেল সরাকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ- শ্রেনীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়! জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই অনলাইন লটারির উদ্বোধন করেন জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর! স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের মাহবুব হাসানের সভাপতিত্বে! এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ''লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল! জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক,
প্রধান শিক্ষাক আমিনুর রহমান, ও সরকারী প্রধান শিক্ষাক পাপরি বেগম! প্রধান শিক্ষাক আমিনুর রহমান, জানান, ৬ষ্ঠ শ্রেনীতে ২০২১ সালে ভর্তি হওয়ার জন্য আবেদন সংগ্রহ করে ৫ শত ৮০ জন এর মাধ্যমে নির্বাচন করা হয়! এছাড়াও ২১৷ জনকে অপেক্ষামান তালিকায় রাখা হয়েছ! ভর্তির শেষ তারিখ ১৮ জানুয়ারী!
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com