মোঃ ইউসুফ খাঁন,নীলফামারী প্রতিনিধি(ইয়াস)ঃ
নীলফামারী জলঢাকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সরকারী এ্যাম্বুলেন্স দুইটি নিজেই অসুস্থ। দীর্ঘদিন থেকে মেরামতের অভাবে অকেজো হয়ে পড়ে থাকায় এমন মন্তব্য করতে শুনা যাচ্ছে পথে প্রান্তে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন মানুষ স্বাস্থ্য সেবা নিতে আসে। কঠিন ব্যাধিতে আক্রান্ত হলে তৎক্ষানিক এ্যাম্বুলেন্স যুগে রংপুর মেডিকেল হাসপাতালে যেতে হয় প্রতিদিন। কিন্তু এ্যাম্বুলেন্স
দুইটি বিকল হয়ে পড়ে।
থাকায় এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষে
উপজেলাটিতে প্রায় ৪লক্ষ লোকের বসবাস। জলঢাকা উপজেলা ছাড়া ও পাশ্ববর্তী উপজেলা গুলো থেকে চিকিৎসা নিতে আসে মানুষ জন। সরে জমিনন স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের স্বাজনদের সাথে কথা হলে তারা অনেকটা অভিযোগ করে বলেন। আমার রোগীর উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিতে হবে।
কিন্তুু জানতে পারছি। এখন এ্যাম্বুলেন্স নষ্ট। তাহলে রোগী রংপুরে নিব কি করে। সেখানে অবস্থান রত কয়েক জন বলেন এটা দীর্ঘদিনের সমস্যা।সরকারি এম্বুলেন্স না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে দিয়ে মাইক্রো বাসে করে আমাদের রংপুর নিতে হচ্ছে রোগীদের।
অনেক দরিদ্র মানুষ আছে তাদের অতিরিক্ত টাকা না থাকায় রংপুর যেতে পারছেনা চিকিৎসার জন্য। সরকারী এ্যাম্বুলেন্স
বিকল হয়ে থাকায় অতিরিক্ত টাকা দিয়ে মাক্রোবাস ভাড়া করে উন্নত চিকিৎসার জন্য যেতে হয় রংপুর। এই সমস্যা সমসাই নিরসন হবেনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা। কর্মকর্তা এমন আভাসের কথা। তিনি জানান এম্বুলেন্স দইটি একটির নষ্ট হয়ে সার্ভিসিংয়ে আছে অন্যটি রেজিষ্ট্রেশন কাগজ সম্পন্ন না থাকা ও পেট্রোল পাম্পের ১লক্ষ ৮৭ হাজার টাকা বকেয়া সহগাড়ীর চাকা সমস্যা জনিত কারনে সামরিক ভাবে এম্বুলেন্স সার্ভিস বন্ধ আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান সবকারি এ্যাম্বলেন্স মেরামত অভাবে দরিদ্র মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি দুঃখ জনক। তিনি আরো ও জানান। এমপি মহোদয়ের সাথে এ্যাম্বলেন্স প্রসঙ্গে যোগাযোগ হচ্ছে। অচিরেই এই সমস্যা দুর হবে। গত আইন শৃঙ্খলা সভায় এ্যাম্বলেন্স মেরামতের দাবি তোলা হয়েছিলো।
স্থানীয় সংসদ সদস্যর উপস্থিততে। সে সভায় সংসদ সদস্য (অবসর) প্রান্ত রানা মোহাম্মদ সোহেল। এ্যাম্বলেন্স মেরামতের জন্য ব্যক্তিগত ভাবে সহ-যোগীতা করতে চেয়েছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com