মোঃ ইউসুফ খাঁন নীলফামারী জেলা প্রতিনিধি (ইয়াস)
নীলফামারীর জলঢাকায় ভাওয়াইয়া একাডেমীর ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত। মঙ্গলবার উপজেলার টগড়ার ডাঙ্গা ভাওয়াইয়া একাডেমী প্রাঙ্গনে ভাওয়াইয়া একাডেমীর উদ্দ্যোগে আয়োজিত ভাওয়াইয়া গানের আসরে আলোচনা ভাওয়াইয়া একাডেমীর সভাপতি শিক্ষাবিদ মুক্তিযুদ্ধা আব্দুল গফার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মেজর রানা মোঃ সোহেল"
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মাহবুব হাসান,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, পৌরসভার নরনির্বাচিত পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, অধ্যাপক মুমিনুল ইসলাম মঞ্জু, একাডেমির উপদেষ্ঠা সাইদার রহমান বুলু, আনিছুর রহমান, একাডেমির পরিচালক, ও সাধারণ সম্পাদক বিনোধ রায় প্রমুখ। প্রধান অতিথি বলেন,ভাওয়াইয়া সাংস্কৃতিকে সামনে এগিয়ে নিতে হবে। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com