সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌরশহরের জগন্নাথপুর গ্রামের ভন্ড কবিরাজ আবু লেইছ এর প্রতারনায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে জগন্ননাথপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন। ৩০ জানুয়ারী সোমবার জগন্নাথপুর পৌরসভার ৫নং ও ৬নং ওয়ার্ডের সচেতন নাগরীক বৃন্দের গনস্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ জগন্নাথপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডের জগন্নাথপুর গাংপাড় এলাকার কাশেম মিয়ার ছেলে আবুলেইছ উরফে শাহ্ আবুল হায়াত নিজেকে পীর ও কবিরাজ দাবী করে উপজেলার বিভিন্ন অঞ্চলসহ দেশ-বিদেশে বসবাসরত সহজ সরল মানুষকে কবিরাজীর নামে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই ব্যাপারে পৌরসভাসহ স্থানীয় ভাবে বেশ কয়েকবার বিচার শালীস হয়। এর পর ও আবু লেইছ তার প্রতারনার কার্যক্রম বন্ধ না করে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠে। এতে করে গ্রামের মান সম্মান রক্ষায় গ্রামবাসী এই অভিযোগ দায়ের করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com