আদম আলীঃ
বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের পতন ঘটানোয় আন্দোলনকারী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। আজ মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনতিবিলম্বে আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-সমন্বয়কদের নির্দেশনা মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রস্তাব করেন।
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, এ বিজয় ছাত্র-জনতার বিজয়। দেশবাসীকে অনুরোধ জানিয়ে তারা বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে সংযত আচরণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এছাড়াও যে কোন ধরণের স্থাপনা ধ্বংস না করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক। সুতরাং দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সংখ্যালঘুদের উপর যে কোন প্রকার নির্যাতন-নিপীড়ন করা থেকে নিবৃত থাকতে হবে।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তাফা আনোয়ার ভূইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, স্বা¯’্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ সাইফুল আলম ফুয়াদ, শ্রমিক কংগ্রেস কেন্দ্রীয় সদস্য মোঃ সেলিম রেজা বাচ্চু প্রমুখ সভায় উপস্থিত ছিলেন ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com