(আহমেদ জসীম খাঁন,লক্ষীপুর জেলা প্রতিনিধি)):-লক্ষীপুরের আফতাব মেহেদী গালিব (২২) ছাত্র অবস্থায় বিভিন্ন উদ্যেগ গ্রহন করে সাবলম্বি হচ্ছেন। তিনি লক্ষীপুর পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র। তিনি একজন দক্ষ Apps Developer হওয়ার কঠোর চেষ্টা করে যাচ্ছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছেন। তিনি বন্ধুবান্ধবদের এবং উঠতি বয়সের যুবকদের ফ্রিল্যন্সিং কাজে প্রেরনা ও সহযোগীতা করতেছেন। ফিল্যন্সিং এর পাশাপাশি বর্তমানে তিনি লক্ষীপুর পৌরসভা প্রতিনিধি সাংবাবিদকতায় নিযুক্ত হয়েছেন । তিনি আরো জানান, ভবিষ্যতে বাগান খামার করার পরিকল্পনা করতেছেন যাতে বেকার যুবকদের দরিদ্রতা বিমোচন হয়। তিনি বলেন লাইফে সফলতা অর্জন করতে হলে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। অলসতা মানে কর্মবিমূখতা। তাই অলস হওয়া যাবে না । কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না ।তাহলেই সফলতা অর্জন করতে বেশী সময় লাগবে না।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com