(আফতাব মেহেদী গালিব, লক্ষীপুর পৌরসভা প্রতিনিধি):- রিজওয়ান, একজন উদ্যমী তরুণ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর একজন ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি আরো বিভিন্ন সৃজনশীল ও আত্নিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন। তিনি একাধারে একজন ক্রিকেটার, লেখক, ফটোগ্রাফার। এগুলোর পাশাপাশি তিনি একজন ফ্রিল্যান্সার। তিনি নিজের পাশাপাশি নিজের বন্ধুবান্ধব এবং ছোট ভাই বোনদেরও কাজের সুযোগ করে দেয়ার চেষ্টা করেন যেনো তারা স্বাবলম্বী হতে পারে। ছাত্রজীবনে এমন সফলতার পরিচয় খুব কমই দেখতে পাওয়া যায়। রিজওয়ান নিঃসন্দেহে একজন কর্মঠ এবং পরিশ্রমী তরুণ। তরুণসমাজের অনেক কিছু শেখার রয়েছে তার থেকে। তিনি তার সফলতার গল্প আমাদের সাথে শেয়ার করার সময় উল্লেখ করেন, নিজের পরিবারের অভাব অনটনের চিত্র, করোনাকালীন সংকট, নিজের নিম্ন অবস্থানই তাকে বাধ্য করেছে নিজে কিছু করার জন্য, নিজের পরিচয় সমাজে তৈরি করার জন্য৷ তিনি আরো জানান, ছোট ছোট ব্যর্থতা ও আপন মানুষের খোটা বা অপমানই তাকে আজ এই ক্ষুদ্র সফলতার পথে নিয়ে এসেছে। তার মতে, দেয়ালে পিঠ ঠেকে না গেলে একজন মানুষের পক্ষে জীবনে সফলতা পাওয়া খুবই কঠিন। তাই তিনি তরুণ সমাজের উদ্দেশ্যে জানিয়েছেন, চেষ্টা করো, ব্যর্থ হও, নিজের অভাব, সংকট বুঝতে শেখো, পরিস্থিতি বিবেচনা করতে শেখো, তারপর পরিশ্রম করো। সফলতা আসবেই নিশ্চিত। (অনলাইন সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে)
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com