মোঃ আরশাদ আলী, স্টাফ রিপোর্টার ।
সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহরে ১০ অক্টোবর বুধবার গভীর রাতে সানা পাড়া থেকে শাহাজানের ছেলে মুন্নার সাইকেল চুরি করার সময় স্হানীয়দের হাতে চিহ্নিত চোর (গ্রাম পুলিশের গাড়ি চালক) আনোয়ার হোসেনের ছেলে আঙ্গুর হোসেন ধরা পড়ে।ভুক্তভোগী পরিবার সকালে ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরীর নিকট চোরের সকল আলামত জব্দ করা প্রমানাদি নিয়ে বিচার দাবি করেন। কিন্তু ইউপি চেয়ারম্যান ভুক্তভোগী পরিবারের কোন স্বাক্ষ্য গ্রহণ না করে গ্রাম পুলিশদের তদবীর ও স্হানীয় মাদক সেবিদের তৎপরতায় ভিকটিমকে ছেড়ে দেয়। সঠিক বিচার না পাওয়ায় ভুক্তভোগী পরিবার ক্ষোভ ও হতাশা নিয়ে ইউনিয়ন পরিষদ ত্যাগ করে। এঘটনার বক্তব্য নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এঘটনার তিন দিন আগে জাহানাবাজে স্কুল ছাত্র মিজানের ছেলের বাই সাইকেল চুরি, ধুলিহর সানা পাড়া থেকে ময়নুদ্দীন বিশ্বাসের বাড়ির জানালা ভেঙ্গে মোবাইল ফোন চুরি হয়ে গেছে বলে স্থানীয়রা জানান। এঘটনার সূত্র ধরে স্হানীয়রা বলেন এলাকায় চোর ভয়ে তারা নির্ঘুম রাত কাটাচ্ছে। চলমান এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য স্থানীয়রা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com