মো : শফিউল আলম মাসুম চুয়াডাঙ্গা প্রতিনিধি,
চুয়াডাঙ্গার জীবননগরে হার্ট, কিডনি ও অন্যান্য অঙ্গ বাইরে নিয়ে এক অদ্ভুত শিশু জন্ম গ্রহণ করেছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থিত মনোয়ারা সনো সেন্টার এ্যাণ্ড নার্সিং হোমে ১৩ জুন শনিবার রাত ১০ টার দিকে শিশুটির জন্ম হয়।
তথ্য নিয়ে জানা যায়, মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মোঃ মামুনের স্ত্রী মোছাঃ লাফিদা খাতুন (২০) শনিবার রাত ৯ টার দিকে জীবননগরের মনোয়ারা সনো সেন্টার এ্যাণ্ড নার্সিং হোমে মাতৃত্বজনিত অসুস্থায় ভর্তি হন। ডাক্তার অালট্রাসনো করে বাচ্চাটিকে মৃত ঘোষণা করে।
সকাল থেকেই নিজ বাড়ীতে রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং বাচ্চার কোন নড়াচড়া পাওয়া যাচ্ছিল না।
এমতাবস্থায় শনিবার রাত ১০ টার দিকে রোগীর অভিভাবকের সম্মতিতে রোগীটির সিজারের সিদ্ধান্ত নেন ডা.জুলিয়েট পারউইন স্নিগ্ধা ও ডা. রফিকুল ইসলাম। সিজার করে রোগীর পেট থেকে বাচ্চাটি বের করার পর দেখা যায় বাচ্চাটির পেটের ভেতরের অংশগুলো পেটের বাইরে ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com