আন্তর্জাতিক ডেস্ক :
উইঘুর জাতিগোষ্ঠীর অধ্যাপক রাহিলে দাউতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীন। ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন’ করায় তাকে এই দণ্ড দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন দুই হুয়া ফাউন্ডেশনের বরাত দিয়ে বিবিসি প্রতিবেদনে বলা হয়, সাজার বিরুদ্ধে চলতি মাসে আপিলে হেরে যান ৫৭ বছর বয়সী রাহিলে দাউত। ডুই হুয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জন কাম বলেছেন, অধ্যাপক রাহিলে দাউতকে যাবজ্জীবন সাজা দেয়া নিষ্ঠুর ট্র্যাজেডি। এটি উইঘুর জনগণ এবং যারা একাডেমিক স্বাধীনতার কথা বলেন তাদের জন্য বড় ক্ষতি।
রাহিল দাউত জিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি জাতিগত সংখ্যালঘু ফোকলোর রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা। ২০১৭ সালের শেষ দিকে জিনজিয়াং অঞ্চলে উইঘুরদের ওপর সরকারি দমনপীড়নের সময় তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। তবে গত মাসে জানা যায়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তার মামলার বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তার কাছে এমন কোনো তথ্য নেই। তবে তার বিচার দেশের আইন অনুযায়ীই হবে।
সূত্র : বিবিসি বাংলা
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com