অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসে মেকাবেলায় চীনের তৈরী চিকিৎসা সরঞ্জাম ফেরত দিয়েছে বেশ কয়েকটি ইউরোপিয় দেশ। স্পেন, তুরস্ক ও নেদারল্যান্ডস যথাযথ মানসম্মত না হওয়ায় করোনা পরীক্ষার কয়েক হাজার কিট ও মাস্ক ফেরত দিয়েছে। যদিও ইউরোপকে ভাইরাসটির প্রাণকেন্দ্র বলা হচ্ছে তবুও তারা এসব পণ্য ফেরত দিয়েছে।
যথাযথ মানের সনদ থাকলেও চীনের তৈরী ৬ লাখ মাস্ক নিম্নমানের বলে অভিযোগ করে ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয়। স্পেনের সরকারও একই অভিযোগ তুলে চীন থেকে আমদানী করা টেস্টিং কিটের ব্যাপারে। অন্যদিকে তুরস্ক সরকারও চীনের কিট যথাযথভাবে কাজ করছে না বলে জানায়। এর আগে যদিও চীনের ৩ লাখ ৫০ হাজার কিট ভালো কাজ করেছিল বলে জানায় তুরস্ক।
তবে চীন নিজেদেরকে দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার বলে জানায়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com