জামালপুরের প্রতিতযশা , ভাষাসৈনিক, মুক্তিসংগ্রামী, গণসংগীত রচয়িতা ও গায়ক কয়েস উদ্দিন সরকার আর নেই। শুক্রবার (২৫ আগষ্ট) রাত ১১টায় বার্ধক্যজনিত কারনে জামালপুর পৌরসভার বেলটিয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শারিরীক অসুস্থতার কারণে বেশ কিছুদিন তিনি শয্যাশায়ী ছিলেন। জীবদ্দশায় তিনি তাঁর মরদেহ দান করে গেছেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে।
এই নিখাদ দেশপ্রেমিক ও চিরকুমার কয়েস উদ্দিন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আইয়ুব বিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন।এ জন্য তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছিল। পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাস্তায় রাস্তায় গান গেয়ে জনতাকে উদ্দীপ্ত করেছেন। প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন চিরকুমার শতায়ু কয়েস উদ্দিন অসুস্থতা ও দারিদ্রতায় কারো দ্বারস্থ হননি। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তা ফিরিয়ে দিয়েছেন সগৌরবে।
ভাষা সৈনিক কয়েস উদ্দিনের জানাজা নামাজ নিজ বাড়ি বেলটিয়ায় সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। কয়েস উদ্দিনের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টায় কেন্দ্রিয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্সহ স্থানীয় নেত্রীবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পরে শহরের উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহটি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com