সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দীর্ঘ ৮০ বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করা আবু তালেব সরদারের পুত্র নওয়াব আলীর
বসতঘর, বাথরুম ও টিউবওয়েল ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
থানায় লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, ভালুকা চাঁদ পুর গ্রামের মৃত ইসহাক সরদারের পুত্র নুর ইসলাম(৪৫),নুরুজ্জামান (৪০) ও নুর হোসেন(৬৫) গত১৬ নভেম্বর শনিবার সকালে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ একই গ্রামের নওয়াব আলীর বসত বাড়িতে সম্পুর্ন বেআইনি ভাবে জোর পূর্বক অনধিকার প্রবেশ করে বসতঘর ও বাথরুম ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেয় এবং টিউবওয়েলটি খুলে নিয়ে যায়। নওয়াব আলী দীর্ঘদিন ধরে কাজের উদ্দেশ্য ঢাকায় থাকায় এবং তার অন্যান্য ভাইয়েরা কেউ বাড়িতে ছিল না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।বর্তমানে বসতঘর, বাথরুম ও টিউবওয়েল না থাকায় চরম বিপাকে পড়েছে ওই পরিবারটি।এব্যাপারে ভুক্তভোগী ওই পরিবারের পক্ষে শামছুর রহমানের পুত্র মোজাফফর হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত নুরুজ্জামান ও নুর ইসলাম এ প্রতিনিধিকে জানান- আমরা ওই জমির বিষয়ে কোটের রায় পেয়ে তারপর ওদের বসতঘর ও বাথরুম ভেঙে গুড়িয়ে দিয়েছি এবং টিউবওয়েলটি খুলে এনে আমার বাড়িতে এনে হেফাজতে রেখেছি। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ জানিয়েছেন- অভিযোগ পেয়েছি, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com