শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল তৌহিদ,
নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশনের আগামী এক বছরের জন্য ঘোষিত ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নুসরাত জাহান নিশাত ও সাধারণ নির্বাচিত হয়েছে ফার্মেসী বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম নিলয়।
মঙ্গলবার (১লা অক্টোবর) রাতে সংগঠনটির উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, কমিটি পদ পাওয়া বাকিরা হলেন সহ -সভাপতি রিপন আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম তুলি,অর্থ সম্পাদক তাজবীর হোসেন,সহকারী অর্থ সম্পাদক মো: সাইফুল্লাহ, কমিউনিকেশন সেক্রেটারি আরাফাতুন নুর,ডেপুটি কমিউনিকেশন সেক্রেটারি মাসুমা খাতুন, ডেপুটি কমিউনিকেশন সেক্রেটারি আফনান সুলতানা জয়া,পাবলিকেশন সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ইরা,ডেপুটি সেক্রেটারি অফ পাবলিকেশন নুরুন্নবী , ডেপুটি সেক্রেটারি অফ পাবলিকেশন তৌফিক আল মাহমুদ , শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক আসমা আতিকা, সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক মইন উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুসরাত কাশেম, সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া,
সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম, সমাজ সচেতনতা বিষয়ক সম্পাদক রহমান শিমু,
সহকারী সমাজ সচেতনতা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , সহকারী সমাজ সচেতনতা বিষয়ক সম্পাদক পূর্ণতা মজুমদার।
এছাড়া বঞ্চিত শিশু বিষয়ক সম্পাদক শাহীন মোল্লা, সহকারী বঞ্চিত শিশু বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক তনিমা সিদ্দিক , সহকারী দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফারিয়া আফসানা, সহকারী পরিবেশ বিষয়ক সম্পাদক সামিয়া আহমেদ, সহকারী পরিবেশ বিষয়ক সম্পাদক পলাশ কানাই প্রমুখ।
সংগঠনের নব নির্বাচিত সেক্রেটারি আজিজুল হাকিম নিলয় বলেন, সংগঠনের প্রতি নিষ্ঠা বজায় রেখে বিগত বছরগুলোর চেয়ে আরো বেশি কিছু করতে হবে। অতীতের শিক্ষা নিয়ে কাজ করে যেতে চাই। চলো পাল্টাই ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে অব্যবসায়ীক মনমানসিকতা নিয়ে কোনো কাজ করে গেছে, যাচ্ছে, ইন শা আল্লাহ যাবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।