হেলাল উদ্দিন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
শীতের আগমনী বার্তা ইতোমধ্যেই ছড়িয়েছে সকালের দূর্বায়, গ্রামের দিগন্ত জোড়া ফসলের মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলে। মধু সংগ্রহের ব্যস্ততায় মৌমাছিদের গুঞ্জনে মুখরিত বিস্তীর্ণ সরিষা রাজ্য। অগ্রহায়ণের হিমেল বাতাস সরিষা খেত ছুঁয়ে মন মাতানো গন্ধ পৌঁছে দিচ্ছে লোকালয়ে! সেই গন্ধ যেমন সবাইকে আকৃষ্ট করছে, তেমনই বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।
সিরাজগঞ্জের চলনবিলের তাড়াশ উপজেলার ফসলের মাঠগুলোর হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে বর্তমান চিত্র এমনই। বিস্তীর্ণ মাঠে ব্যাপকভাবে চাষ হচ্ছে সরিষা। যেদিকে দু’চোখ যায় মাঠে শুধু সরিষা ফুলের সমারোহ।
সরিষার ক্ষেত হলুদ ফুলের গন্ধ যেন দিক-দিগন্ত রাঙিয়ে দিয়েছে। মাঠের পর মাঠ হলুদ হাসিতে ভরে তুলেছে প্রকৃতির চিত্র। চির সবুজের বুকে এ যেন কাঁচা হলুদের আলপনা। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই সরিষা ফুলের মেলা। ফুলে ফুলে মৌমাছি মধু আহরণ করছে। চারদিকে প্রকৃতির বুকে সুন্দরের আগুন। প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নানান রঙ্গে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বলেন, এ বছর উপজেলায় সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৫শত ২০ হেক্টর জমিতে। গতবারের চেয়ে এ বছর আমাদের লক্ষ্যমাত্রা বেশি হয়েছে। এ অনুকূল আবহাওয়া শেষ পর্যন্ত অব্যহত থাকলে কৃষকেরা সরিষার ভালো ফলন পাবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com