মোহাম্মদ শোয়াইব,হাটহাজারী উপজেলা প্রতিনিধি।
আজ(০৭/১১/২০২০) শনিবার, চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মাঠে অনুষ্ঠিত T-10 ক্রিকেট টুণামেন্টের ফাইনাল খেলা দুপুর ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।উক্ত T-10 ক্রিকেট টুণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয় হাটহাজারী উপজেলা গড়দুয়ারা আলোকন সংঘ।আজ ফাইনাল খেলায় হাজী ওয়ারেত উল্লাহ ক্রিকেট একাদশকে ১০ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।এই ক্রিকেট টুণামেন্টে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মোট ৪০টি দল অংশগ্রহণ করে সেই টুণামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে হাটহাজারী উপজেলা গড়দুয়ারা টিম আলোকন সংঘ। টিম আলোকন সংঘের অধিনায়ক বিশিষ্ট ক্রীড়াসংগঠক মোহাম্মদ এরশাদ দলের সকল খেলোয়াড় কর্মকর্তা দর্শকদের অভিনন্দন জানিয়েছেন যারা দলকে উৎসাহ দিতে মাঠে এসেছেন।আগামীতে ও টিম আলোকন সংঘ চট্টগ্রামের প্রতিটা টুণামেন্টে অংশগ্রহণ করবে বলে জানান অধিনায়ক মোহাম্মদ এরশাদ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com