বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
নোবিপ্রবি প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে চট্টগ্রামের নার্সারি মালিকদের নিয়ে বিশেষ কার্যক্রম চালাচ্ছে যুব সংগঠন ‘ওয়ান ম্যান আর্মি’। ‘রোড টু গ্রিন আর্থ ৪.০’ কর্মসূচির আওতায় সংগঠনটি পরিবেশের জন্য ক্ষতিকর লিপটাস ও আকাশমণি গাছ বিক্রি বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
শুক্রবার (২৩ আগস্ট) সংগঠনের সদস্যরা নগরীর বাংলাদেশ নার্সারি, ন্যাশনাল নার্সারি ও পুষ্পকোলি নার্সারি পরিদর্শন করে নার্সারি মালিকদের কাছে এই বার্তা পৌঁছে দেন। এ সময় তারা নার্সারির গাছের দাম, কোন প্রজাতির গাছে বেশি আগ্রহ রয়েছে এবং কোন গাছের চাহিদা বেশি—এসব তথ্যও সংগ্রহ করে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব তথ্য বিশ্লেষণ করে পরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।
এ বিষয়ে ওয়ান ম্যান আর্মি টিম-৭ এর কোঅর্ডিনেটর ও আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “গাছ শুধু পরিবেশ সুন্দর করে না, জীববৈচিত্র্য রক্ষা, বায়ু শুদ্ধিকরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের সবার দায়িত্ব পরিবেশবান্ধব গাছ লাগানো ও সংরক্ষণ করা।”
অন্যদিকে উক্ত সংগঠনের আরেক সদস্য ফারদিন পারভেজ নার্সারি মালিকদের উদ্দেশে বলেন, “সঠিক পরিকল্পনা গ্রহণ করলে নার্সারি মালিকরা কেবল পরিবেশ রক্ষা নয়, অর্থনৈতিকভাবেও স্থিতিশীল হতে পারবেন। গাছের সঠিক বাজারজাতকরণ ও পরিবেশবান্ধব প্রজাতির চাহিদা তৈরি করলে তাদের ব্যবসা আরও সমৃদ্ধ হবে।”
উল্লেখ্য, সংগঠনটি ভবিষ্যতে সমুদ্র সৈকতে উপযোগী গাছ রোপণ এবং প্লাস্টিক রিসাইক্লিং কর্মসূচি হাতে নেওয়ারও ঘোষণা দিয়েছে। টেকসই এসব গাছ উপকূলীয় এলাকায় ঝড়-জলোচ্ছ্বাসে ঢাল হিসেবে কাজ করবে। আর প্লাস্টিক রিসাইক্লিং কার্যক্রমে বর্জ্য প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহারযোগ্য করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।