নোবিপ্রবি প্রতিনিধি:
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ওয়ান ম্যান আর্মি আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী কর্মসূচি “প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ”, যা রোড টু গ্রীন আর্থ ৪.০ এর পঞ্চম ধাপ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যান এবং চকবাজার পেরেড গ্রাউন্ডে একযোগে এই কর্মসূচি সম্পন্ন হয়।
নগরবাসী তাদের ব্যবহৃত ও পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে বিনিময়ে পেয়েছেন ফলজ ও ঔষধি গাছের চারা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মোট ৫০০টি গাছ বিতরণ করা হয়।
টিম -১ এর কোঅর্ডিনেটর আফসানা সিদ্দিকা মীম বলেন:
“এই আয়োজন আমাদের সবার টিমওয়ার্কের ফল। প্রতিটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে যখন একটি গাছ মানুষের হাতে যাচ্ছে, সেটা শুধু একটি গাছ নয়, বরং একটি নতুন আশার সূচনা। এই ধরনের উদ্যোগে অংশ নিতে পেরে আমি গর্বিত।”
টিম -২ এর কোঅর্ডিনেটর নুসরাত এবং জুলকার নায়িন বলেছেন:
“মানুষের মুখে গাছ পাওয়ার আনন্দ দেখে আমরা অনুপ্রাণিত। পরিকল্পনা করতে গিয়ে বুঝেছি, প্লাস্টিক শুধু দূষণ নয়, সঠিকভাবে ব্যবহারে পরিবর্তনের হাতিয়ারও হতে পারে। একই সঙ্গে এই কর্মসূচি আমাদের টিম স্পিরিটকে আরও দৃঢ় করেছে। সাধারণ মানুষ এত উৎসাহ নিয়ে প্লাস্টিক জমা দিয়েছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।”
ওয়ান ম্যান আর্মির কোঅর্ডিনেটর তৌহিদুল ইসলাম বলেন:
“আমরা চাই প্লাস্টিক শুধু বর্জ্য হয়ে না থেকে পরিবেশ রক্ষার একটি উপায় হয়ে উঠুক। এই কর্মসূচির মাধ্যমে মানুষকে প্লাস্টিক ব্যবহারে সচেতন করার পাশাপাশি সবুজ পৃথিবীর পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করা আমাদের লক্ষ্য। আজকের এই কর্মসূচি শুধুমাত্র গাছ দেওয়ার নয়, এটি মানুষের মনে সচেতনতার বীজ বপনেরও প্রচেষ্টা। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এটি ছড়িয়ে দিতে চাই।”
ওয়ান ম্যান আর্মির স্বেচ্ছাসেবকরা দুই স্থানে দায়িত্ব পালন করেন। তরুণদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনেক অংশগ্রহণকারী জানান, এই উদ্যোগ তাদের মধ্যে পরিবেশবান্ধব জীবনযাপনের প্রেরণা জাগিয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com