গিয়াস উদ্দীন উপ-সচিব কক্সবাজার (ইয়াস)
চট্রগ্রাম-ককসবাজার হাইওয়ে মহাসড়কে চকরিয়ায় একজন ছেলে বাচাঁতে গিয়ে সৌদিয়া বাস উল্টে পড়ে আফরোজা হাসনাইন(৪৫) নামের এক নারীর মৃত্যূ হয়।এসময় কমবেশী আরো ৬/৭ জন লোক আহত হয়েছে। ৯ ডিসেম্বর দুপুর ২ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পাগলিরবিল নামক স্হানের হাইওয়ে সড়কে এ র্দূঘটনা ঘটেছে। নিহত আফরোজা হাসনাইন(৪৫) আনোয়ারা উপজেলার বারকাইন ইউনিয়নের সেলাইভরা গ্রামের হাসনাইন জলিল চৌধুরী স্ত্রী। আহতরা হলেন,নিহত পরিবারের আজমাইল জলিল(১৭), মাশরুবা(১৩) ও লোহাগাড়ার মৃত আব্দুল হাফেজের পুত্র আবুল হোসেন(৫০) সহ আরো ৩/৪ জন যাত্রী চিকিৎসাধীন থাকায় নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। স্হানীয় পথচারী মোঃ আজিজ,ড্রাইভার তারেক ও নুরুল আমিন জানান,ছোট একটি বাচ্চা অর্তকিত এবস্হায় দৌড়ে রাস্তা পারাপারের সময় কক্সবাজারমূখী সৌদিয়া বাসটি ছেলেটিকে বাচাঁতে গিয়ে হার্ড ব্র্যাকে গাড়ীটি উল্টে আহত আর নিহতের ঘটনা ঘটেছে।তবে ছেলেটি কার তা খেয়াল করতে পারেনি।তবু স্হানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ মিলে আহতদেরকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।বাকী ২/৩ জন লোককে চকরিয়ায় দিকে নেওয়া হয়েছে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নওফেল বলেন,পাগলিরবিলস্হ হাইওয়ে সড়কে কক্সবাজারগামী সৌদিয়া বাসটি হার্ড ব্র্যাক করলে গাড়ী উল্টে ৫/৬ জন যাত্রী আহত হয়েছে।তবে র্দূঘটনা খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে গিয়ে জনতার সহযোগিতার আহতদেরকে মালুমঘাট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।নিহত নারীকে মুমূর্ষ অবস্হায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।র্দূঘটনা কবলিত গাড়ীটি জব্দ করে ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com