মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি,
বিএনপির কেন্দ্র ঘোষিত আগামীকালের (সোমবার) সমাবেশকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।রোববার বিকেলে পৌনে ৫ টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ফরিদপুর বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বক্তব্য দেন। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান পিনু, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফরিদপুর বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে আগামীকাল (সোমবার) বেলা সাড়ে ১০ টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে অন্তবর্তী সরকারের প্রতি কেন্দ্র ঘোষনা অনুযায়ী এসব দাবি আদায়ের আহ্বান জানানো হবে।
সংবাদ সম্মেলনের আগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী নেতা কর্মিদের
উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com