শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
মো: রবি উদ্দিন
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ এলাকার গ্লোরিয়াস এডুকেশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৫ শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ৩টায় জিসিসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
গ্লোরিয়াস এডুকেশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং
শিক্ষিকা শাহেলা সায়মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ।
বিশেষ অতিথি ছিলেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর, দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান,দারুল আজহার ইনস্টিটিউট এর প্রিন্সিপাল সোহাইল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বাংলাদেশ চা গবেষণা বোর্ড উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল হাসান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সাব্বির এবং জিসিসির শিক্ষক সাঈদ হোসেন, সেলিনা আক্তার, আনিকা চৌধুরী, জিসান হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন এসএসসি পরীক্ষার্থী মঈনুল ইসলাম জাহিদ এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষে অভিব্যক্তি উপস্থাপন করের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সামছুন নাহার।
অনুষ্ঠান শেষে বিদায়ী সকল শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।