তাপস কর,ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় পারিবারিক কৃষির আওতায় চলতি মৌসুমে সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে স্থানীয় ৩২০ জন কৃষক-কৃষাণীর মাঝে সরকারের নগদ টাকা (যা কৃষকের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেয়া হবে) বিনামুল্যে প্রনোদনা কর্মসূচীর বীজ ও উপকরন বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১ টায় কৃষি অফিস হল রুমে এ প্রণোদনা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে ও উপ সরকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ খান প্রমুখ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com