তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গোবিন্দগঞ্জে কাঁঠাল দিয়ে পান্তাভাত খেয়ে একই পরিবারের ৬ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
এরমধ্যে মুত্তালিব নামে এক জন শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের সোনাতলা সাখাইল গ্রামের মুজাহারের ১২বছর বয়সের শিশুপুত্র মোত্তালিব তার মায়ের সাথে কয়েকদিন আগে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাগুড়া গ্রামে মামার বাড়ীতে বেড়াতে যায়।
মামার বাড়ীতে গিয়ে মোত্তালিব গত মঙ্গলবার
(১৪জুলাই)সকালে তার নানী কাঁঠাল দিয়ে পান্তাভাত দিলে ঐ পান্তাভাত খায়। পান্তাভাত খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তার পাতলা-পায়খানা (ডায়েরিয়া) দেখা দেয়।এরই এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(১৫-জুলাই) রাতে তার মৃত্যু হয়।এ মৃত্যুর তথ্য শিবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফজলু মিয়া নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঐ পান্তাভাত খেয়ে মোত্তালিবের অপর এক ভাই, মা, নানি,নানা ও মা পাতলা পায়খানা সমস্যা নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।জানা গেছে ঐ পান্তাভাতে টিকটিকি পড়েছিল কিন্তু খাওয়ার পর তা নজরে আসে তাদের।চিকিৎসকদের ধারণা টিকটিকি ক্ষতিকর জীবাণু বহণ করে পান্তাভাত বিষক্রিয়া হওয়ার ফলে এ সমস্যা হয়ে থাকতে পারে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com