মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৪—২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার ১৭মে সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেশিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক লাক্সানা লাকী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ জামিল ফারুকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে এসব সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com