শনিবার, ১০ মে ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা জনিত ত্রুটি ও অবহেলায় রিকি মন্ডল নামে আড়াই মাস বয়সের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুর মা ও বাবা অভিযোগ হাসপাতালে সেবিকা সিনিয়র স্টাফ নার্স তৃপ্তি বৈদ্যর দিকে। সন্ধ্যা ৬টায় শিশুটির মৃত্যু হলেও এই রির্ট লেখা পর্ন্ত মৃত শিশুটির লাশ বাড়ি না নিয়ে হাসপাতালে রেখেছে। শুক্রবার (৯ মে) বিকেল ৫ টার দিকে জ্বর নিয়ে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে সে মারা যায়। মৃত রিকি মন্ডল মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের রথীন মন্ডলের ছেলে। শিশুটির বাবা-মায়ের দাবি ভুল চিকিৎসার কারণে তার ছেলের মারা গেছে। তারা এ ঘটনার জন্য প্রকৃত দোষীর শাস্তি দাবি জানান।অভিযুক্ত সেবিকা তৃপ্তি বৈদ্য বলেন,ডাক্তারের চিকিৎসাপত্র নিয়ে শিশু ওয়াডে আসে। তখন এই শিশুর ১০৫ ডিগ্রি জ্বর ছিল। শিশুটির শরীর নীল হয়ে যায় তখন পানি দিয়ে স্পন্স করানো হয়। শিশুটির ওষধ আনতে আনেত শিশুটি মারা গেছে। এই ক্ষেত্রে আমাকে দোষারফ করা হচ্ছে। এতে আমার কোন অবহেলা নেই।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।