মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে হাসপাতালের স্টাফদের মধ্যে মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল রাতে, যখন এক আনসার সদস্য কর্তৃক হাসপাতালে কর্মরত এক স্টাফকে কিল-ঘুষি মারার অভিযোগ উঠে। এরপর ঘটনাস্থলে পৌঁছানো আনসার দস্য মজিবুরকে ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়।
একপর্যায়ে আনসার বাহিনীর অন্যান্য সদস্যরা রেগে গিয়ে হাসপাতালের তিনজন স্টাফকে টেনে হিঁচড়ে নিয়ে যান আনসার ডরমেটরিতে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিস্থিতি শান্ত করতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মন্ডল এবং সহকারী পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ে নজরদারি জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ হাসপাতালের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে।

নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com