মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ পৌরসভায় কয়েকদিন ধরে সাপ্লাই পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খুব অল্প পরিমাণ পানি সরবরাহ হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে কল খুলে রাখলেও পর্যাপ্ত পানি মিলছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। পানির জন্য হাহাকার চলছে, অথচ কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
ভুক্তভোগীরা জানান, মাস শেষে পৌরসভা ঠিকই বিল ধরিয়ে দেয় এবং সময়মতো বিল না দিলে সংযোগ বিচ্ছিন্নের হুমকি দেয়া হয়, কিন্তু পানি সরবরাহে দায়িত্বশীলতা নেই বললেই চলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার একটি পানি সরবরাহকারী মেশিন বিকল হয়ে পড়েছে, যার কারণে পানি উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এখনও তা মেরামতের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি।
শহরবাসীর দাবি—পানি সংকটের দ্রুত সমাধান করতে হবে, নইলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।
#গোপালগঞ্জে #পানি_সংকট #জনদুর্ভোগ #দ্রুত_সমাধান চায় পৌরবাসী।

নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com