মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনতার সংঘর্ষে নিহত চারজনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। ময়না-তদন্ত ছাড়াই বুধবার রাতে এবং বৃহষ্পতিবার সকালে এদের সৎকার ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সংবাদ-সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, এ পর্য ন্ত নিহত ৪ জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। তাদের ময়না-তদন্ত হয়নি। এটা আইনী প্রক্রিয়ায় আনা হবে।
নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয়। টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজীকে বুধবার রাতে এশার নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে বৃহস্পতিবার সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com